জাতীয়

চট্টগ্রামে খোলা নালায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে খোলা নালায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা অতি ভারী বর্ষণের মধ্যে খোলা নালায় পড়ে হুমায়রা নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে নগরীর হালিশহর থানার আনন্দিপুর এলাকায় একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. সেলিম বলেন, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় খোলা নালায় পড়ে যায়। নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল, ফলে নালা বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়।

তিনি আরও বলেন, শিশুটিকে নালায় পড়ে যেতে দেখে আশপাশের কয়েকজন উদ্ধারের চেষ্টা করলেও পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আমাদের উদ্ধারকর্মীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিএ/জিকেএস