আন্তর্জাতিক

‘চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন হুমকি’

‘চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন হুমকি’

চীনের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত ঘনিষ্ঠতা ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার (৮ জুলাই) ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

Advertisement

অনিল চৌহান বলেন, ভারতের আশপাশের অঞ্চলের ভূরাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তার করছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের কিছু সম্ভাব্য সংযোগ দেখা যাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি তৈরি করতে পারে।

তার ভাষ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক সরকার পরিবর্তনের ধারাবাহিকতা ও এর সঙ্গে যুক্ত আদর্শগত পরিবর্তন আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘন ঘন পরিবর্তন ও ভিন্ন ভিন্ন মতাদর্শের আগমন এমন একটি জটিল পরিস্থিতির জন্ম দিচ্ছে, যেটি বহিরাগত স্বার্থসংশ্লিষ্ট পক্ষদের জন্য সুযোগ তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত এতদিন চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চ্যালেঞ্জকে একযোগে বিবেচনা করলেও এখন বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ, ভারতের নিরাপত্তা নীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

জেনারেল চৌহান সরাসরি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের’ প্রসঙ্গ টেনে বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি ও অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে দুর্বল রাষ্ট্রগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন স্পষ্ট।

তিনি আরও বলেন, ঋণ-কূটনীতি এখন বাইরের শক্তিগুলোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। আমরা এরই মধ্যে দেখতে পেরেছি, কিছু প্রতিবেশী দেশ এমন এক অর্থনৈতিক ফাঁদে পড়েছে, যা তাদের সার্বভৌমত্ব দুর্বল করে দিচ্ছে ও কৌশলগতভাবে নির্ভরশীল করে তুলছে।

চৌহান বলেন, এ অঞ্চলজুড়ে বাইরের শক্তিগুলোর প্রভাব বাড়ার ফলে ভারতের নিরাপত্তা কাঠামোতে এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছে।

সিডিএস চৌহান আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন এক অনিশ্চয়তার মধ্যে আছে। বিশ্ব দুটি শক্তির মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের পর্যায়ে রয়েছে। এর মাঝে যুক্তরাষ্ট্রের অবস্থান পুরো পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

Advertisement

তিনি বলেন, আমাদের এখন এমন একটি নিরাপত্তা পরিবেশের জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে বাহ্যিক সমন্বিত চাপ দুই-ই একযোগে আসতে পারে।

সূত্র: নিউজ ১৮

এসএএইচ