ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম ‘ইসল ডে’ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে নবম ইসল ডে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

Advertisement

এ উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জ্ঞান ও দক্ষতার সংমিশ্রণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Advertisement

তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন জরুরি। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী করতে ইসল কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করতে পারে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মি. স্টেফেন ফরবেস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এফএআর/এমআইএইচএস

Advertisement