রাজধানীর গুলিস্তানে পার্কের ভেতরের পুকুর থেকে অজ্ঞাতপরিচয়ের (১১) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) আবু আবু ইউসুফ জানান, আমরা বিকেল ৫টার দিকে এই তথ্যের খবর পেয়ে ঘটাস্থলে উপস্থিত হই। পরে ফায়ার সার্ভিসে কর্মীরা শিশুটিকে উদ্ধার করে আমাদের কাছে দিলে আমরা তাকে নিয়ে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই শিশুর নাম-পরিচয় এখনো জানতে পারেনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই শিশুটির পরনে পাঞ্জাবি-পায়জামা ছিল। ধারণা করা হচ্ছে কোনো মাদরাসার শিক্ষার্থী হবে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস
Advertisement