ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত। সোমবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত এ আদেশ দেন।
Advertisement
তবে অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক বলেন, গতকাল একটা বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মেজর জেনারেল হামিদুল হকের ব্যক্তিগত নামে যেটা প্রচার করা হয়েছিল; আসলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট।
তিনি বলেন, কর্মকর্তা যখন ডিডিও থাকেন, আয়নব্যান্ড কর্মকর্তা যিনি থাকেন সাধারণত তার নামে অ্যাকাউন্টগুলো থাকে। যখন ডিডিও পরিবর্তন হয়ে যায়; অবসরে যেতে পারেন, বদলি হতে পারে, সেসব কারণে দেখা যায় পরবর্তীতে যিনি দায়িত্ব গ্রহণ করেন তখন আয়নব্যান্ড কর্মকর্তা পরিবর্তন হয়ে যায়। ব্যাংকে এই তথ্যগুলো আপডেট ছিল না। এ কারণে প্রাতিষ্ঠানিক টিমের টাকার বিষয়ে যে তথ্যটা এসেছে সেটা জব্দ করা হয়েছিল। এটা বিভ্রান্তি হয়েছে।
Advertisement
মো. আক্তার হোসেন বলেন, এগুলো আপডেট করার কথা ছিল ব্যাংকের, কারণ আমাদের কর্মকর্তারা ব্যাংক থেকেই তথ্য নেন। পরে ডিজিএফআইএয়ের পক্ষ থেকে জানানো হয়েছে- এটা আসলে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ছিল না।
এসএম/বিএ/এমএস