দেশজুড়ে

গতি কমাতে ৯৯৯-এ ফোন, পরে জানা গেলো বাসটি চুরি করে পালাচ্ছিলেন চোর

গতি কমাতে ৯৯৯-এ ফোন, পরে জানা গেলো বাসটি চুরি করে পালাচ্ছিলেন চোর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক যাত্রীর ফোন পেয়ে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাসসহ এক চোরকে আটক করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল।

Advertisement

মঙ্গলবার (৮ জুলােই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে বাসটি আটক করা হয়।

আটক শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রশিদুল ইসলামের ছেলে।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ের পুলিশ সুপার (এসপি) খাইরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ৯৯৯ নম্বরে ফোন করেন শরীফ হোসেন নামের এক যাত্রী। তিনি জানান, মহাসড়কে বাসচালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এতে যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার হুমকিতে রয়েছে। এরপর হাইওয়ে পুলিশ সীতাকুণ্ডের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করে।

এসময় বাসের চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি ব্যর্থ হন। এসময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে চট্টগ্রামের বাস মালিক সমিতির সহযোগিতায় বাসের প্রকৃত মালিককে খুঁজে বের করে পুলিশ।

বাসের মালিক ভানু দে পুলিশকে জানান, রোববার (৬ জুলাই) তার বোয়ালখালী বাড়ির সামনে থেকে বাসটি চুরি হয়। এ ঘটনায় একটি মামলাও করেছেন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় যে মামলা হয়েছে, ওই মামলায় আটক শহিদুলকে গ্রেফতার দেখিয়ে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস