ন্যায্য হিস্যার দাবিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস অবরোধ করেছেন জুলাই গণঅভুত্থানে আহত ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সংস্থাটির অফিস ঘেরাও করে তালা দেওয়ার প্রস্তুতি নেন তারা।
Advertisement
জুলাই গণঅভ্যুত্থানে আহত জাকির জাগো নিউজকে জানান, আমরা আমাদের ন্যায্য পাওনা পাইনি। আমরা যারা প্রকৃত আহত তাদের সহযোগিতার অর্থ দেওয়ার নানা ধারনের ছলচাতুরি করছে কর্তৃপক্ষ। অথচ, সুস্থ ও পরিচিতজনদের টাকা ঠিকই সময়মতো দিয়ে দিচ্ছে। আমরা বারবার বিভিন্নভাবে বলেও সমাধান পাইনি। তাই আজ অফিস তালা দিয়ে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তালা আনতে পাঠিয়েছি।
জানা গেছে, পা হারানো বা চোখ হারানো প্রায় ১৫-২০জন আহত আছেন এই বঞ্চিতদের তালিকায়। তাদের অর্থছাড়ে টালবাহানা করছে জুলাই ফাউন্ডেশন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর জাগো নিউজকে জানিয়েছেন, তিনি ও তার টিম অফিসে আছেন। কাজ করছেন। তবে জুলাই আহতদের নানা দাবি আছে, তাদের প্রত্যাশা আছে। সে কারণে তারা ক্ষোভ প্রকাশ করে থাকতে পারেন।
Advertisement
এসইউজে/এএমএ/এমএস