শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়নের সময় বাড়ানো হয়েছে।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি ফরম পূরণ ও রেজিস্ট্রেশন ফি জমাদানের শেষ সময় ১০ জুলাই ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি এরই মধ্যে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই ৩ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে বর্তমান প্রোগ্রামে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের ক্লাস শুরু হবে ২০ জুলাই। ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে ফি সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

Advertisement

এএএইচ/এমএএইচ/এএসএম