জাতীয়

বাড্ডায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় কিশোর নিহত

বাড্ডায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় রমজান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

রমজানের মা হেনা বেগম বলেন, খবর পেয়ে বাড্ডার আফতাবনগর এলাকায় রাস্তার ওপরে গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, আমি জানতে পেরেছি দ্রুতগামী গাড়ির ধাক্কায় আমার ছেলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি শেরপুর সদর জেলার পাকুরিয়া গ্রামে। তারা রামপুরা মৌলভীরটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম