দেশজুড়ে

মিয়ানমার থেকে টেকনাফে পাচারকালে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

মিয়ানমার থেকে টেকনাফে পাচারকালে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৭ জুলাই) রাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮ থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ হোয়াইক্যং খারাংগ্যাঘোনা ২ নামক স্থানে অবস্থান করে। এসময় সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে একজনকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাকে ধাওয়া করলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধার ইয়াবা আলামত হিসেবে থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।

Advertisement

জাহাঙ্গীর আলম/এমএন/জিকেএস