চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে হজ শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজী।
Advertisement
মঙ্গলবার (৮ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ে হজ পোর্টালের পবিত্র হজ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। আর দুদিন পরেই শেষ হচ্ছে ফ্লাইট।
বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৬ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় তিনজন ও আরাফায় একজন মারা গেছেন।
হজ শেষে ২০০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৮৬ এবং ৬৫ হাজার ৯৯৩ জন হাজি বেসরকারি ব্যবস্থাপনার।
Advertisement
গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন।
আরও পড়ুনসুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দনএজেন্সি প্রতি হজযাত্রীর কোটা এক হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ১২ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন, হজচুক্তি ৯ নভেম্বরসোমবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৫ হাজার ৬৮৯ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এবার বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৮৭ হাজার ১৫৭ জন (ব্যবস্থাপনা সদস্য সহ)। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে তারা সৌদি আরব যান। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছান।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়। ফ্লাইট শেষ হয় ৩১ মে।
Advertisement
সৌদি আরবের স্থানীয় হাসপাতালে বর্তমানে ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি আছেন। ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে।
আরএমএম/ইএ/জেআইএম