ক্যাম্পাস

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান বসালো ছাত্রদল নেতা শাহরিয়ার

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান বসালো ছাত্রদল নেতা শাহরিয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের লিফটে অনেক দিন ধরে ফ্যান না থাকায় গরমের মধ্যে কষ্টে ভুগছিলেন শিক্ষার্থীরা। তীব্র গরমে লিফটে উঠলে ভেতরে দমবন্ধ অবস্থা হতো। এই সমস্যা দূর করতে এগিয়ে এসেছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন।

Advertisement

সোমবার (৭ জুলাই) শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান বসানো হয়। ব্যক্তি উদ্যোগে পুরো কাজটি করেন শাহরিয়ার।

শাহরিয়ার বলেন, শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে দেখে চুপ থাকতে পারিনি। একটা ছোট কাজ হয়ত বড় স্বস্তি দিতে পারে—এই ভাবনা থেকেই ফ্যান বসিয়েছি।

ছাত্রদল নেতার এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। স্বস্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসেন বলেন, লিফটে গরমে উঠতে কষ্ট হতো। এখন অন্তত কিছুটা স্বস্তি মিলছে। এজন্য ধন্যবাদ জানাই।

Advertisement

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। শুধু মিছিল-মিটিং নয়, দরকারে সাহায্য করাও আমাদের দায়িত্ব।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা চাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আরাম ও নিরাপত্তা অনুভব করুক। তাই এমন ছোট ছোট উদ্যোগ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

টিএইচকিউ/এমআইএইচএস/জিকেএস

Advertisement