সুনামগঞ্জের শাল্লায় পিপুল সরকার (৩৫) নামের এক অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার মৎস্য অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন পিপুল সরকার। সোমবার বিকেল থেকে তার স্ত্রী তাকে (পিপুল সরকারকে) ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার স্ত্রী নিহতের বন্ধুকে ফোন দিলে তার বন্ধু মৎস্য অফিসে গিয়ে ওয়াশরুমের দরজায় পরনের শার্ট দিয়ে পিপুল সরকারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে শাল্লা থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সন্দীপন মজুমদার বলেন, আমি কোনো কিছুই জানি না। তবে অফিসিয়াল কোনো বিষয় নয়। পারিবারিক কোনো কারণে সে এমনটা করতে পারে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিজের গায়ের শার্ট দিয়ে অফিসে ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
Advertisement
লিপসন আহমেদ/এফএ/জিকেএস