জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
Advertisement
রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছেন শুধু স্থানীয় নির্বাচনের জন্য না, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য।
তিনি বলেন, সংস্কার নিয়ে যারা কথা বলেন, তাদের বলতে চাই সংস্কারের মধ্য দিয়েই বিএনপি রাজনীতি করে। আপনারা যে প্রস্তাব এখন দিচ্ছেন বিএনপি তা বহু আগে দিয়েছে। কাজেই বিএনপিকে সংস্কার শিখাতে আসবেন না।
Advertisement
জাহিদ হোসেন বলেন, যারা বিএনপির সমালোচনা করেন তারা সমালোচনা না করে ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ জাতি ৫ আগস্ট তৈরি করেছিল। যদি অনৈক্য হোন তাহলে স্বৈরাচারের দল ছিদ্র দিয়ে দেশে ঢুকে যাবে।
এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মো. মাহাবুর রহমান/জেডএইচ/জিকেএস
Advertisement