দেশজুড়ে

সিরাজগঞ্জে যমুনার ভাঙন, বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর

সিরাজগঞ্জে যমুনার ভাঙন, বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে প্রায় ৭ কিলোমিটার জুড়ে ভাঙন শুরু হয়েছে। এতে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি বিলীন হওয়ার পথে।

Advertisement

রোববার (৬ জুলাই) দুপুরে স্থল ইউনিয়নের যমুনা নদীর তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় কয়েকশ মানুষ অংশ নেন।

স্থানীয় ইউপি সদস্য সালমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন বেপারী, ইউপি সদস্য হাসান আলী, নজরুল ইসলাম ও স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাড়ান সরকার।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকেই ডান তীরে ব্যাপক ভাঙন শুরু হয়। উত্তরে ছোট চোহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলের জমি নদীগর্ভে চলে গেছে। এই ভাঙন হুমকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বসতভিটা ও সরকারি বিভিন্ন স্থাপনা।

Advertisement

তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এসময় স্থানীয় আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব আল-আমিন ভূঁইয়া, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলী হাসু, ছাত্রদলের আহম্মদ আলী ও ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সন্তেষ আলী ব্যাপারী উপস্থিত ছিলেন।

এম এ মালেক/জেডএইচ/জিকেএস

Advertisement