ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
Advertisement
রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সামনে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
স্থানীয় মাইক্রোবাস সমিতির সভাপতি মো. খোকন শেখ জানান, ‘এ ঘটনায় নিহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৩ জনের আহত হয়েছেন।’
Advertisement
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালকের চোখে ঘুম ছিল। যার বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।’
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম
Advertisement