জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে।
Advertisement
রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রেলগেট থেকে এই পদযাত্রা শুরু হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে পদযাত্রাটি রাজশাহীতে পৌঁছায়।
পদযাত্রাটি নগরের রেলগেট থেকে শুরু হয়ে নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হবে।
পদযাত্রায় উপস্থিত আছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়াসহ কেন্দ্রীয় নেতারা।
Advertisement
আলোচনা সভা শেষে পদযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালিতে পথসভার পরিকল্পনা রয়েছে। সেখানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে দলটির নেতাদের।
এদিকে এনসিপির পদযাত্রা নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নেওয়া হয়েছে তিন স্তরের নিরপত্তা ব্যবস্থা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা উপলক্ষে রাজশাহী নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম
Advertisement