চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে মার্সিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। রোববার (৬ জুলাই) সকালে মিছিলটি বের করা হয়।
Advertisement
এ সময় ‘হায় হোসাইন, হায় হোসাইন’ ধ্বনিতে শোকের আবহ তৈরি হয় চারপাশে। একইসঙ্গে মার্সিয়া ও শোকগীতি পড়তে পড়তে মাতম করতে থাকেন শোকাতুর মুসল্লিরা।
মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন। মার্সিয়া জুলুস কালীবাড়ি রোড হয়ে নিউমার্কেট পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসাইন।
শোক মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।
Advertisement
এর আগে সকালে শত শত মানুষের ভিড়ে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমামবাড়াগাহে। মাসায়েব মজলিশে ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (আ.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।
এ সময় শত শত নারী-পুরুষের কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে ইমামবাড়াগাহের পরিবেশ। স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু ওয়াকবার, নারায়ে হায়দারি হাঁকে প্রকম্পিত হতে থাকে চারপাশ। পেশ ইমামের বক্তব্য শেষ হতে না হতেই হাত তুলে ‘লাব্বাইক ইয়া হোসাইন’ বলে স্লোগান দিতে থাকেন সবাই।
এরপরই ‘আলাম’ ও ‘তাবুত’ সহকারে মার্সিয়া (শোকগীতি) পড়তে পড়তে জুলুস (শোক মিছিল) নিয়ে খালি পায়ে শত শত নারী পুরুষ শিশু কিশোর রাস্তায় নামেন। এ সময় তারা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাঁবুত (প্রতীকী কফিন), আলম (পতাকা), স্লোগান ও মাতমের মাধ্যমে তুলে ধরেন।
এমআরএম/এমএস
Advertisement