খেলাধুলা

স্মিথ-গ্রিনের ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলো অস্ট্রেলিয়া

স্মিথ-গ্রিনের ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলো অস্ট্রেলিয়া

গ্রেনাডা টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথের ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ২২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অসিরা। ওয়েস্ট ইন্ডিজের সামনে তাদের লিড এখন ২৫৪ রানের। চতুর্থ দিনে এই লিড ৩০০ রানে নিয়ে যেতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি করবে অস্ট্রেলিয়া।

Advertisement

২ উইকেটে ১২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন শেষ বিকেলে নাইট ওয়াচম্যান হিসেবে নাথান লায়ন বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩৩ বলে ৮ রান করে তিনি ফেরত গেলে দলীয় ২৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

এরপর চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি করে অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করেন স্মিথ ও গ্রিন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকিয়ে আউট হন গ্রিন। ১২৩ বলে ৫২ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে ট্র্যাভিস হেডকে সঙ্গে নিয়ে ৫৮ রানের আরও একটি জুটি করেন স্মিথ। অবশেষে ১১৯ বলে ৭১ রান করেন সাজঘরে ফেরেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৪২তম ফিফটি। ৩৯ রান করে আউট হন হেড।

Advertisement

দিনের খেলা শেষ করে আসেন অ্যালেক্স কেরে (২৬*) ও প্যাট কামিন্স (৪*)।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৬ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রানে অলআউট হয়েছিল।

এমএইচ/

Advertisement