খেলাধুলা

একাই ৪৩০ রান গিলের, ভারতের পাহাড়সম রানে চাপে ইংল্যান্ড

একাই ৪৩০ রান গিলের, ভারতের পাহাড়সম রানে চাপে ইংল্যান্ড

এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে একাই ৪৩০ রান করেছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর গতকাল শনিবার দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬১ রান। এতে ইংল্যান্ডের সামনে পাহাড়সম রানের ৬০৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।

Advertisement

সফরকারীদের রানের সমূদ্রে রীতিমতো ভাসছে স্বাগতিক ইংল্যান্ড। ৩ উইকেটে ৭৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আরও ৫৩৬ রান, আর ভারতের দরকার ৭ উইকেট।

এজবাস্টনে লাল বলের ক্রিকেটে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি ভারত। এবার ইতিহাস গড়ার লক্ষ্যে ছুটছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট জায়ান্টরা। গিলের নেতৃত্বে জয়ের ঘ্রাণ পাচ্ছে ভারতীয়রা। যদিও ইংল্যান্ড শেষ দিনে ভালো প্রতিরোধ গড়তে পারলে ড্র হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। গিল ১৬২ বলে ১৬১ রান (১৩ চার ৮ ছক্কা), রবীন্দ্র জাদেজা হার না মানা ৬৯ (১১৮ বলে ৫ চার ১ ছক্কা), রিশাভ পান্ত ৬৫ (৫৮ বলে ৮ চার ৩ ছক্কা), লোকেশ রাহুল ৫৫ (৮৪ বলে ১০ চার) ও করুণ নাইর ২৬ রান করেন।

Advertisement

দিনের তৃতীয় সেশনে ৬ উইকেটে ৪২৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৬০৮ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে।

এরপর ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে ওপেনার জ্যাক ক্রাউলির উইকেট হারায় ইংল্যান্ড। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ক্রাউলির উইকেট তুলে নেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।

দলীয় ৩০ রানে আরেক ওপেনার বেন ডাকেটের উইকে হারায় স্বাগতিকরা। ১৫ বলে ২৫ রান করে আকাশ দ্বীপের বলে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি ইংলিশ ব্যাটার।

২০ যোগ হতেই অভিজ্ঞ জো রুটের উইকেট হারায় ইংল্যান্ড। তিনিও আকাশ দ্বীপের বলে বোল্ড হন। এরপর দিনের খেলা শেষ করে আসেন হ্যারি ব্রুক (১৫ বলে অপরাজিত) ও ওলি পোপ (২৪* রান)।

Advertisement

এমএইচ/