মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুধের চেয়ে যেন কোনক্রমেই গো-খাদ্যের দাম বেশি না হয়। খামারিরা অনেক কষ্ট করে পশু লালনপালন করে যদি দুধের দাম ঠিকমতো না পান তাহলে কোন সার্থকতা থাকে না। তাই খামারিদের গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে।
Advertisement
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলা পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বাথান এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, পাবনা-সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশি পশুপালন করা হয়। দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পূরণ হয় এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের পশু যেন খোড়া ও জ্বরা রোগ থেকে মুক্ত থাকে তার জন্য ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। আর ভ্যাকসিন সরবরাহ করা দায়িত্ব সরকারের। এটা কোনো দয়া নয় বরং খামারিদের এটা অধিকার। খামারিরা তাদের অধিকার আদায় করে নেবে। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে এই অঞ্চলের পশু সুস্থ। যে কারণে মাংস ও দুধ উৎকৃষ্ট মানের।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সোনালী খাতুনের সঞ্চালনায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক স্বাগত বক্তব্য রাখেন।
Advertisement
এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ড. মো. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. শামসুন্নাহার আহম্মদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক এ বি এম আব্দুর রাজ্জাক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এমএন/এমএস