খেলাধুলা

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে লন্ডনের পথে দুই সাঁতারু

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে লন্ডনের পথে দুই সাঁতারু

দীর্ঘ প্রায় ৩৮ বছর পর বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে যাচ্ছেন। দুই সাঁতারু শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

Advertisement

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানিয়েছেন, দুজনই এক ফ্লাইটে সকালে লন্ডন রওয়ানা দিয়েছেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যুক্তরাজ্য গিয়ে অন্তত ১০ দিন অনুশীলন করবেন এই দুই সাঁতারু।

এর আগে বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। তখন এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতরে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।

এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রির মতো থাকে। সেখানে সাঁতরানো যে কোনো সাঁতারুর জন্যই চ্যালেঞ্জিং।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম