চাঁদপুরে সুইমার ট্যালেন্ট হান্ট নামে একটি প্রতিযোগিতায় দেড় শতাধিক নবীন সাঁতারু অংশ নিয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর পর্যন্ত শহরের অঙ্গীকার লেকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সাঁতারুরা প্রতিযোগিতায় অংশ নেয়।
Advertisement
এ সব জেলার ছেলে ও মেয়েদের দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরাদের বাছাই করা হয়। গ্রুপ-’ক’তে ৯ থেকে ১১ বছর, গ্রুপ-’খ’তে ১২ থেকে ১৫ বছরের ছেলে এবং মেয়ের মধ্যে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীয় অংশ নেওয়া ৪০ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদসহ সাবেক সাঁতারু প্রতিযোগী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘দেশব্যাপী নবীন সাঁতারু সন্ধানে এ প্রতিযোগিতা হচ্ছে। এর মাধ্যমে দক্ষ সাঁতারু পাওয়া যাবে। যারা জাতীয়ভাবে কেরিয়ার গড়তে পারবে। এখানে সীমাবদ্ধতার মধ্যেও প্রতিযোগিতা হয়েছে। অনেকে সুইমিং পোশাক ছাড়াই অংশ নিয়েছে।’
Advertisement
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম