কিশোরগঞ্জের পাগলা মসজিদে এখন থেকে অনলাইনের মাধ্যমে দান করা যাবে। দেশ-বিদেশে থাকা ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে একটি ওয়েবসাইট।
Advertisement
শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ চত্বরে নতুন এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে বিভিন্ন প্রতারকচক্র সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকে দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে দান করতে পারছিলেন না। তাই মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারে- এ উদ্দেশ্যে এ অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
এখন থেকে যারা যারা দান করতে আগ্রহী, তারা এ ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজে দান করতে পারবেন।
Advertisement
এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, পাগলা মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।
এসকে রাসেল/আরএইচ/জেআইএম