নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা ও হাইওয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলিতে কয়েক ঘণ্টা সড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ।
Advertisement
শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে মরদেহটি পাওয়া যায় ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সকালে মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরবর্তীতে সাড়ে ৯টার দিকে হাইওয়ে ও থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। উভয় টিমের উপস্থিত হওয়ার দীর্ঘ সময় পার হলেও মরদেহ উদ্ধার করা হয়নি। মরদেহটি বুঝে নেওয়া নিয়ে থানা ও হাইওয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলি চলে।
Advertisement
হাইওয়ে পুলিশের দাবি, এটি সড়ক দুর্ঘটনা না হওয়ায় থানা পুলিশ মরদেহ বুঝে নেবে। অপরদিকে থানা পুলিশের ভাষ্য, সিসি টিভির ফুটেজ দেখে তারা মরদেহ বুঝে নেবে।
পরে পিবিআইয়ের সহযোগিতায় ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হলে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাইওয়ে পুলিশ।
ঘটনাস্থল থাকা শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন তাৎক্ষণিক জাগো নিউজকে জানান, মরদেহ দেখে সড়ক দুর্ঘটনা মনে হচ্ছে না। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি যে কেউ হয়তো এনে এখানে মরদেহ ফেলে গেছে। থানা পুলিশ মরদেহ বুঝে নিতে গড়িমসি করছে। আমরা ঘটনাস্থলে আছি। থানা পুলিশের সঙ্গে কথা বলতেছি তাদের মরদেহ বুঝিয়ে দেওয়ার জন্য।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম সেসময় বলেন, মরদেহটি যেহেতু মহাসড়কে সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ মরদেহ বুঝে নেওয়ার কথা। তবে মৃতদের মাথায় দাগ থাকায় তারা বলছে আমাদের বুঝে নিতে। আমাদের টিম ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখতেছে।
Advertisement
শুক্রবার রাত ৯টার দিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ ছিল। পরে আমরা পিবিআইয়ের সহযোগিতায় এবং একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানতে পারি যে সড়ক দুর্ঘটনা হয়েছিল। এটা বেলা ১২টার সময়ে আমরা কনফার্ম হয়েছি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্যে মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনা তো হাইওয়ে পুলিশের মামলা। সকাল মরদেহটি পাওয়ার পর দেহে আঘাতের চিহ্ন থাকায় কনফার্ম হওয়া যাচ্ছিলো না যে এটা সড়ক দুর্ঘটনা। একপর্যায়ে সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাতে এটা জানা যায় যে এটি সড়ক দুর্ঘটনা।
মো. আকাশ/এমএন/এএসএম