আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণের ৫টি এবং যৌন নিপীড়নের একটি মামলা দায়ের করা হয়েছে। ঘানার ফুটবলারের বিরুদ্ধে এসব মামলা নথিভুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
Advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ঘটেছে। অভিযোগে বলা হয়েছে, পার্টে এক নারীকে দুইবার ধর্ষণ, আরেক নারীকে তিনবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীকে যৌন নিপীড়ন করেন।
মেট্রোপলিটন পুলিশ আরও জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ধর্ষণের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। এরপরই তার বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হয়।
৩২ বছর বয়সী এই ঘানার মিডফিল্ডার আগামী ৫ আগস্ট লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন।
Advertisement
পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার সব অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশনকে বলেন, তিনি (পার্টে) এই সুযোগকে স্বাগত জানাচ্ছেন, যাতে তিনি নিজের নাম কলুষমুক্ত করতে পারেন।
২০২০ সালে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ড (৬১.৪২ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দেন পার্টে। গেল সোমবার চুক্তি শেষ হওয়ায় এখন ফ্রি এজেন্ট হয়ে গেছেন ঘানার এই মিডফিল্ডার।
গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৪ গোল করেছেন পার্টে। আর্সেনাল এই মৌসুম শেষ করে দ্বিতীয় অবস্থানে থেকে, চ্যাম্পিয়ন হয় লিভারপুল। এছাড়া সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত দলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন তিনি।
সব মিলিয়ে লন্ডনের ক্লাব আর্সেনালে ৫ বছরের ক্যারিয়ারে ১৩০ ম্যাচে ৯ গোল করেছেন পার্টে। ঘানা জাতীয় দলে ২০১৬ সালে অভিষেকের পর ৫৩ ম্যাচে ১৫ গোল করেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।
Advertisement
এমএইচ/এএসএম