জাতীয়

মুন্সীগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারগাঁও এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের বেপারী (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতে ছেলে মো. বারেক ব্যাপারী জানান, আমার বাবা বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের এলাকারই একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার বাবার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারগাঁও গ্রামে। আমরা দুই ভাই দুই বোন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম