দেশজুড়ে

দিনাজপুরে চালের দাম কমেছে বস্তায় ১৫০ টাকা

দিনাজপুরে চালের দাম কমেছে বস্তায় ১৫০ টাকা

ঈদুল আজহার পর থেকে দিনাজপুরে চালের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ইরি-বোরোর ভরা মৌসুমে ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়ে যায় ৪০০-৫০০ টাকা পর্যন্ত। তবে জুলাইয়ের শুরুতে এসে কিছুটা কমেছে দাম। বস্তাপ্রতি ৭৫-১৫০ টাকা কমেছে।

Advertisement

ক্রেতারা বলছেন, চাল কিনতে গিয়ে তারা দাম নিয়ে বিপাকে পড়ছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ বেশ সমস্যায় আছেন।

দিনাজপুর শহরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজারে দেখা যায়, মিনিকেট চালের ৫০ কেজির বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে ৩২৫০-৩৭০০ টাকায়। আগে এর দাম ছিল ৩৩০০-৩৮০০ টাকা।

এছাড়া বিআর-২৭ জাতের চাল ৫০ কেজির বস্তা বেড়ে ৩০৫০-৩৩৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে এটা বিক্রি হচ্ছে ২৯৫০-৩২৫০ টাকায়।

Advertisement

বিআর-২৯ জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে ২৮৫০-৩০০০ টাকায়। আগে ২৯৫০-৩১৫০ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণা ৫০ কেজির বস্তা বেড়ে ২৯০০-৩০৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮৩০- ২৯৮০ টাকায়।

গুটি স্বর্ণা ও মোটা চাল ৫০ কেজির বস্তা বেড়ে ২৬০০-২৭৪০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫৩০-২৭৭০ টাকায়।

উপশহর খেড়পট্রি থেকে চাল কিনতে আসা রিকশাচালক সিদ্দিক হোসেন বলেন, মোটা চাল প্রতি কেজিতে ৬-৮ টাকা বেড়েছে। সে কারণে চাল কিনতে গিয়ে সবজি কম কিনতে হচ্ছে। এতে করে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

Advertisement

পাটুয়াপাড়া থেকে বাহাদুর বাজারে চাল কিনতে যাওয়া লুৎফর রহমান বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়েছে। বাড়িতে তিনবেলায় ছয়জন মানুষের কমপক্ষে ৪ কেজি চাল লাগে। এই চার কেজি চালে কম করে ৩২ টাকা বেশি লাগে, অথচ মজুরি বাড়েনি। সবজির দামও কিছুটা বাড়তির দিকে। এতে করে কষ্টের মধ্যে পড়ে গেছি।

দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে বাহাদুর বাজারের চাল ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক আশরাফ আলী ও এরশাদ ট্রেডার্সের মালিক এরশাদ হোসেন বলেন, দাম মিলগেটে বেড়ে যায়। তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হয়েছে। এখন কিছুটা কম দামে পাচ্ছি। আমরাও ৫০ কেজির বস্তাপ্রতি ৭০-১৫০ টাকা পর্যন্ত কমে বিক্রি করছি। তবে যে তুলনায় দাম বেড়েছিল, সে তুলনায় কমেনি।

বাংলাদেশ মেজর অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি শহীদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, বাজারে ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। আর মিলগেটে চালের দাম বেড়েছে প্রচার করে পাইকারি ও খুচরা বিক্রেতারা ইচ্ছামতো অস্বাভাবিকভাবে মুনাফা করছে। চালের দাম বাড়ার এটাই বড় কারণ। যদি এটা প্রমাণ করতে চান, তাহলে তাদের ক্যাশ মেমো দেখলেই বুঝতে পারবেন।

এমদাদুল হক মিলন/জেডএইচ/এমএস