তথ্যপ্রযুক্তি

বাইকের ইঞ্জিন অয়েল কখন ও কীভাবে পরিবর্তন করবেন

বাইকের ইঞ্জিন অয়েল কখন ও কীভাবে পরিবর্তন করবেন

ইঞ্জিন অয়েল গাড়ির ইঞ্জিনের প্রাণ। এটি ইঞ্জিনের যন্ত্রাংশগুলোকে সঠিকভাবে চলতে সহায়তা করে, ঘর্ষণ কমায়, তাপ নিয়ন্ত্রণ করে এবং ময়লা অপসারণ করে। তবে সময়মতো এটি পরিবর্তন না করলে ইঞ্জিন মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে।

Advertisement

ইঞ্জিন অয়েল সময়মতো পরিবর্তন করলে আপনার গাড়ির আয়ু বাড়ে, মাইলেজ উন্নত হয় এবং বড় ধরনের ইঞ্জিন সমস্যাও এড়ানো যায়। নিজের গাড়ির ম্যানুয়াল অনুসরণ করা সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়।

আসুন জেনে নেওয়া যাক ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করবেন

গড় নিয়ম অনুযায়ী প্রতি ৫,০০০-১০,০০০ কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত। অথবা প্রতি ৬ মাস পর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করুন, যদি গাড়ি কম চালানো হয়। এছাড়া গাড়ির ম্যানুয়াল গাইডলাইন অনুসরণ করুন-প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট ইঞ্জিন, নির্দিষ্ট অয়েল এবং নির্দিষ্ট সময়সীমা থাকে।

Advertisement

তবে বিশেষভাবে পরিবর্তনের প্রয়োজন হয় যদি- অয়েলের রং কালো হয়ে যায়। ইঞ্জিন শব্দ অস্বাভাবিক শোনায়। অয়েল লেভেল কমে যায়। কিংবা গাড়ি স্টার্ট নিতে দেরি করে বা ঝাঁকি খায়।

ইঞ্জিন অয়েল চেক করবেন যেভাবে->> গাড়িটি বন্ধ করে ইঞ্জিন ঠান্ডা হতে দিন।>> ডিপস্টিক বের করে পরিষ্কার করুন।>> আবার ঢুকিয়ে বের করে দেখুন:>> যদি অয়েল লেভেল লো-তে থাকে অয়েল যোগ করুন বা পরিবর্তন করুন।>> যদি অয়েল ঘন, কালচে বা ময়লা যুক্ত হয় তাহলে পরিবর্তন জরুরি।

কীভাবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন?এজন্য লাগবে সঠিক গ্রেডের নতুন ইঞ্জিন অয়েল, নতুন অয়েল ফিল্টার, রেঞ্চ ও ফানেল, পুরাতন অয়েল রাখার পাত্র। এবার-

>> গাড়ি নিরাপদ স্থানে দাঁড় করান।>> ইঞ্জিন একটু গরম করুন (অয়েল তরল হবে)।>> ড্রেইন বোল্ট খুলে দিন এবং পুরাতন অয়েল বের করে ফেলুন।>> পুরোনো অয়েল ফিল্টার খুলে নতুনটি লাগান।>> ড্রেইন বোল্ট আবার ভালোভাবে লাগান।>> নতুন ইঞ্জিন অয়েল ঢালুন ডিপস্টিক অনুসারে।>> ইঞ্জিন চালু করে কিছু সময় পর বন্ধ করুন, অয়েল লেভেল আবার চেক করুন।

Advertisement

আরও পড়ুন

বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন? বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?

সূত্র: টয়োটা ওনার্স ম্যানুয়াল

কেএসকে/এমএস