রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদিন (৩৬) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
Advertisement
শুক্রবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিল এর সামনের রাস্তায় এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Advertisement
কেআর/এমএএইচ/এমএস