দেশজুড়ে

ভিন্ন গ্রুপের রক্ত শরীরে পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ

ভিন্ন গ্রুপের রক্ত শরীরে পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় আব্দুর রউফ (৭০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জুন) দিনগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

আব্দুর রউফ জেলার দেলদুয়ার উপজেলার কৌপাখী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রউফ।

রোগীর স্বজনরা জানায়, ১৮ জুন হাড়ের ক্ষয়সহ বার্ধক্যজনিত রোগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন আব্দুর রউফ। ভর্তির পর চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রোগীকে রক্ত দেওয়া প্রয়োজন বলে জানান। স্বজনরা জানতেন আব্দুর রউফের রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। তাই ওইদিন তারা ডোনার খুঁজে হাসপাতালের ব্লাড ব্যাংকে উপস্থিত করেন। রক্তের ক্রস ম্যাচিং করে ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু তার রক্তের গ্রুপ ‘এবি’ পজিটিভ বলে জানান।

তাৎক্ষণিক রোগীর স্বজনরা ‘এবি’ পজিটিভ গ্রুপের ডোনার খুঁজেন। ওইদিন সন্ধ্যায় রক্ত সংগ্রহের পর চিকিৎসক রোগীর শরীরে পুশ করেন। প্রায় ৪০ মিনিট পুশ হওয়ার পর যন্ত্রণায় কাতরাতে থাকেন রোগী। চিকিৎসক তাৎক্ষণিক রক্ত দেওয়া বন্ধ করে দেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Advertisement

সেখানে চিকিৎসকরা রোগীর শরীরে হিমোগ্লোবিন কম দেখে রক্ত দেওয়ার জন্য স্বজনদের ডোনার আনতে বলেন। ‘এবি’ পজিটিভ রক্তের গ্রুপের ডোনার সেখানে উপস্থিত হলে ক্রস ম্যাচিংয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পায় রোগীর রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু বলেন, বার বার রক্তের গ্রুপ ম্যাচিং করেছি। প্রতিবার ‘এবি’ পজিটিভ এসেছে। সেটাই রিপোর্ট করেছি।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুল ইসলাম জানান, এটা হাসপাতালের টেকনোলজিস্টের ত্রুটি ছিল। কর্তৃপক্ষের কাছে রোগীর স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। ভুল রক্ত পুশ করায় এখানে রক্তের ম্যাচিং বিষয়ের একজন ডাক্তার যথাযথ চিকিৎসা দিয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য রোগীকে অন্যত্র নেওয়ার জন্য স্বজনদের পরামর্শ দেওয়া হলেও তারা করেনি।

Advertisement

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম