দেশজুড়ে

সিরাজগঞ্জে যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জে যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর দায়ের করা মামলায় মামুন মিয়া (৩০) নামে এক পুলিশ সদস্যকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম শাহরিয়ার শহীদ বাপ্পী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

মামুন মিয়া বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবীর কর্নেল বলেন, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মিম খাতুনের সঙ্গে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ সদস্য মামুনের বিয়ে হয়। এসময় সাত লাখ টাকা যৌতুক দাবি করা হলে নগদ চার লাখ টাকা ও দুই লাখ টাকার স্বর্ণ অলংকার দেওয়া হয়। বাকি এক লাখ টাকা বিয়ের পরে পরিশোধ করার কথা হয়। কিন্তু যৌতুকের বাকি এক লাখ টাকা প্রদানে বিলম্ব হওয়ায় মিম খাতুনকে নির্যাতন করতেন তিনি।

Advertisement

পরে ২০২৪ সালের ১৬ জানুয়ারি মিম খাতুন বাদী হয়ে স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শাশুড়ি স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মামুন মিয়াকে দেড় বছরের কারাদণ্ড দেন। মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।

এম এ মালেক/আরএইচ/জেআইএম