বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা বন্ধ থাকায় শূন্যের কোঠায় নেমেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার। বিজনেস ও মেডিকেল ভিসায় দিনে মাত্র ৪-৬ জন বাংলাদেশি পারাপার হচ্ছেন।
Advertisement
সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাদের বিজনেস ও মেডিকেল ভিসা আছে শুধু তারাই ভারতে প্রবেশ করতে পারছেন। তবে ভারতীয়দের জন্য যেহেতু বাংলাদেশ টুরিস্ট ভিসা বন্ধ রাখেনি, সেক্ষেত্রে তারা বাংলাদেশে আসা-যাওয়া করতে পারছেন। দিনে এই ইমিগ্রেশন গিয়ে ২০-৩০ জন ভারতীয় পারাপার হচ্ছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ ঘোষণা করা হয়েছে।
Advertisement
সোহান মাহমুদ/এসআর/জেআইএম