আন্তর্জাতিক

কংগ্রেসের গোপন তথ্য পাওয়ার অধিকার সীমিত করার চিন্তা হোয়াইট হাউজের

কংগ্রেসের গোপন তথ্য পাওয়ার অধিকার সীমিত করার চিন্তা হোয়াইট হাউজের

ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলার ‘কার্যকারিতা’ নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়নের গোপন রিপোর্ট ফাঁস হয়েছে। এরপরও হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে দাবি করছে, ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস হয়েছে’ এবং একে ‘অতুলনীয় সাফল্য’ হিসেবে উল্লেখ করছে।

Advertisement

এখন সেই রিপোর্ট ফাঁস করা ব্যক্তিকে মরিয়া হয়ে খুঁজছে হোয়াইট হাউজ। বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেন এবং জানান যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এ নিয়ে স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন>>

পেন্টাগনে সাংবাদিক প্রবেশে নতুন বিধিনিষেধ ট্রাম্প প্রশাসনের নিউইয়র্ক টাইমসসহ ৪ গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প পাঁচ হাজার কর্মী ছাঁটাই করবে পেন্টাগন

একই সময়ে অত্যন্ত গোপন তথ্যের ওপর কংগ্রেস সদস্যদের প্রবেশাধিকার সীমিত করতে হোয়াইট হাউজ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

Advertisement

এই খবর প্রকাশের পরপরই কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, এই পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই খতিয়ে দেখা দরকার যে কীভাবে ইরানে বিমান হামলা সংক্রান্ত প্রাথমিক মূল্যায়ন রিপোর্টটি ফাঁস হয়েছে।

এ ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবিধানিক শাখা কংগ্রেসের গোপন তথ্য পাওয়ার অধিকার খর্ব করবে বলেও সতর্ক করেছেন তারা। আর তা হবে আরেকটি স্বাধীন বিভাগ— নির্বাহী শাখার মাধ্যমে।

এদিকে, বুধবার সন্ধ্যায় নির্ভরযোগ্য গোয়েন্দা উৎস থেকে পাওয়া তথ্য ও উপাত্তের বরাতে দেওয়া এক বিবৃতিতে সিআইএ’র প্রধান জানিয়েছেন, ইরানের নিউক্লিয়ার স্থাপনার ‘গুরুতর ক্ষতি’ হয়েছে।

সূত্র: বিবিসি বাংলাকেএএ/

Advertisement