জাতীয়

দেশের কোথায় কেমন বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অফিস

দেশের কোথায় কেমন বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অফিস

দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। কিছু বিভাগে বেশি, আবার কিছু বিভাগে কম বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জুন) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

Advertisement

বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা ও ভোলায়। অন্যদিকে রংপুর ও ঢাকার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোলায়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে জানান, এখন একটি লঘুচাপ আছে। এর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত বাড়তে পারে। আগামী জুলাই মাসে দেশজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে।

বৃহস্পতিবার দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫০-৭৫ ভাগ এলাকা) এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় (২৬-৫০ ভাগ এলাকা) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামীকাল শুক্রবারে বৃষ্টিপাত আরও বাড়বে। এ সময় তাপমাত্রা কমতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমআরএম/জিকেএস

Advertisement