দেশজুড়ে

ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে মারামারি, আহত ৬

ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে মারামারি, আহত ৬

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুই পক্ষের মারামারিতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে উপজেলার পৌর সদরের ছোলনা গ্রামে এ ঘটনা ঘটে।

মারামারির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের ছোলনা গ্রামের জব্দুল মোল্যার ছেলে মো. বাবুল মোল্যার নিকট ১৩ মাসের বিদ্যুৎ বিল বাবদ ১৪ হাজার ৬১০ টাকা পাওনা ছিল ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার দুপুরের দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবুল মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনাল অফিসের কর্মচারীরা। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির শাহেদ, জুয়েল, রাসেল, হাবিব এবং বাবুল মোল্যা ও তার ভাই শাহজাহান আহত হন। বাবুল ও শাহজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে পল্লী বিদ্যুৎের লোকজনকে দেখতে পাই। তারা আমার ভাইকে মারছিল। তাকে ঠেকাতে এগিয়ে গেলে আমাকেও ঘিরে ধরে মারতে থাকে। বড় রেঞ্জ দিয়ে বাড়ি মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। গ্রামের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এসে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা একটু সুস্থ হলে মামলা করবো।

এ বিষয়ে বোয়ালমারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল সেখ বলেন, বোয়ালমারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. বাবুল মোল্লার বাড়ির বিদ্যুৎ বিল কয়েক মাস বাকি ছিল। বুধবার পল্লী বিদ্যুতের কমপক্ষে ৩০ জন লোক নিয়ে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাবুল মোল্লা সময় চেয়ে বাধা দেন। সংযোগ বিছিন্ন করা নিয়ে একপর্যায়ে পল্লী বিদ্যুতের লোকজন তার ওপর হামলা চালায়। এতে বাবুলের মাথায় গুরুতর জখম হয়। এসময় গ্রামবাসীরা এগিয়ে এসে পল্লী বিদ্যুতের লোকজনদের প্রতিহত করে।

বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সাইদুর রহমান বলেন, ১৩ মাসে সাড়ে ১৪ হাজার টাকা বিল বাকি। বিলও পরিশোধ করে না আবার লাইন কাটতেও দেয় না। জুন মাসে আমাদের প্রচুর চাপ। তাই বিল আদায় না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল। কিন্তু তারা আমাদের লোকজনকে মারপিট করে আহত করে। আহত চারজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ইউএনও ও ওসি মহোদয়কে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

এ বিষয়ে বোয়ালমারীর ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করা অন্যায়। আমি গিয়েছিলাম এ নিয়ে আর কোনো ঝামেলা যাতে না হয় সে বিষয়ে জনগণকে সচেতন করতে। যাতে ভবিষ্যতে এরকম না হয়। অভিযোগ দিলে দোষত্রুটি পুলিশ খুঁজে বের করবে।

এন কে বি নয়ন/এমএন/এএসএম