বিনোদন

শিল্পপতির ছেলেকে বিয়ে করছেন তানহা মৌমাছি

শিল্পপতির ছেলেকে বিয়ে করছেন তানহা মৌমাছি

‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তানহা মৌমাছি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে উল্লেখ করার মতো সাফল্য এখনো পাননি। নতুন প্রজন্মের একজন নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

Advertisement

এরমধ্যেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই চিত্রনায়িকা।

জানা গেছে, পরিবারিক আয়োজনে খুব দ্রুতই অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। পাত্র রেহান খান রাজীব। তিনি দেশের এক স্বনামধন্য শিল্পপতির একমাত্র ছেলে।

তানহা বিয়ের খবর জানিয়ে বলেন, ‘পরিবারের সিদ্ধান্তে মত দিয়েছি। দিনশেষে তারাই আমার পরিচয় ও মূল শক্তি। তারা আমার মঙ্গলের চিন্তাই করেন সবসময়। আশা করছি জীবনের দ্বিতীয় ইনিংস সুখের হবে। চলতি মাসেই ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে বিয়ের অনুষ্ঠান বসবে। সবার কাছে দোয়া চাই।’

Advertisement

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তানহা মৌমাছি অভিনীত ‘আয়না’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা মনতাজুর রহমান আকবর। রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি সিনেমাও আছে তালিকায়। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

এলআইএ/জিকেএস