বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, যশোর জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সহ-সভাপতি ডা. আব্দুল খালেক লস্কর (৮৪) আর নেই।
Advertisement
বুধবার (১৮ জুন) দুপুরে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় যশোরের জহুরপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে তার জানাজা হবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির সম্পাদক হাফিজুর রহমান।
Advertisement
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিন্নাত রেহেনা ও সাধারণ সম্পাদক রহিমা জামাল এবং জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ।
এছাড়া আরও শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি অ্যাড. আহাদ আলী লস্কর ও সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার ও যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদল, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান খান মহারাজ ও সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক তাইজেল ইসলাম এবং গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি ফরিদা পারভীনকে ও সাধারণ সম্পাদক আদিবা জালাল তৃষা প্রমুখ।
মিলন রহমান/জেডএইচ/এএসএম
Advertisement