ইরানের ইসফাহান প্রদেশের নাজাফআবাদে ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ ছয়জন নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ওই নারী কয়েক সপ্তাহের মধ্যেই সন্তান প্রসব করতে যাচ্ছিলেন।
Advertisement
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ওই দম্পতির পাশাপাশি ১০ ও ১৩ বছর বয়সী দুই শিশু নিহত হয়।
এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ২৪ জনের বেশি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বুধবার ইরানের ভেতরে ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে সেন্ট্রিফিউজ উৎপাদনকেন্দ্র ও অস্ত্রাগারও রয়েছে। পাল্টা জবাবে ইরান একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে।
Advertisement
একইদিনে গাজা উপত্যকার খান ইউনিস শহরে ত্রাণ সংগ্রহের চেষ্টা করা সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৯ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেকেই খাদ্য সহায়তার আশায় জড়ো হয়েছিলেন।
সূত্র: আল-জাজিরাকেএএ/