সিলেটের জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত টমটমচালকের মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহত সাহাব উদ্দিন সাবু (৪৮) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রামের বাসিন্দা মৃত শফিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ মাইক্রোবাসটি জকিগঞ্জের দিকে যাচ্ছিল। কালিগঞ্জ ইউনিয়ন অফিস এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমচালক সাহাব উদ্দিন সাবুর মৃত্যু হয়।
Advertisement
এ ঘটনায় গুরুতর আহত হন বর-কনেসহ অন্তত ১২ যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় টমটমচালকের মৃত্যু হয়েছে। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
আহমেদ জামিল/এসআর/জিকেএস
Advertisement