আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় গাজায় ১৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

২৪ ঘণ্টায় গাজায় ১৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে আহত হয়েছেন ৫৬০ জন।

Advertisement

বুধবার (১৮ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক দিনে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ১৪৪ জনের মরদেহ আনা হয়েছে। অন্যদিকে, ৫৬০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল আবারও আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থাগুলোকে হাসপাতালগুলোর জন্য নির্ধারিত জ্বালানি সংরক্ষণস্থলে প্রবেশে বাধা দিচ্ছে। দখলদার দেশটি দাবি করছে যে, সংরক্ষণস্থলগুলো ‘রেড জোনে’ অবস্থিত।

এ অবস্থায় মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হাসপাতালগুলোর হাতে থাকা জ্বালানি মজুত মাত্র তিন দিনের জন্য যথেষ্ট।

Advertisement

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারেও বেশি। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হয়।

সূত্র: আল জাজিরা, বিবিসি বাংলা

এসএএইচ

Advertisement