দেশজুড়ে

খুলনায় আরও একজনের করোনা শনাক্ত

খুলনায় আরও একজনের করোনা শনাক্ত

খুলনায় করুনা বেগম (৬০) নামে আরও এক নারীর করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক।

Advertisement

এ নিয়ে গত দুদিনে খুলনায় করোনায় আক্রান্ত তিন নারীকে শনাক্ত করা হলো।

বুধবার (১৮ জুন) খুলনা নগরীর বয়রা এলাকার বাসিন্দা করুনা বেগমের শরীরে করোনা শনাক্ত হয়। তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো রয়েছে। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করুনা বেগমের শরীরের করোনা শনাক্ত হয়। তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে মঙ্গলবার (১৭ জুন) খুলনায় দুই নারীর করোনা শনাক্ত হয়। তাদের নাম সুমাইয়া ও তানিয়া।

খুলনা সদর হাসপাতালে সুমাইয়ার করোনা শনাক্ত হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যজনকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। আরিফুর রহমান/জেডএইচ/এএসএম