দেশজুড়ে

রামুতে বসতিতে বন্যহাতির হামলা, এক শিশু নিহত

রামুতে বসতিতে বন্যহাতির হামলা, এক শিশু নিহত

কক্সবাজারের রামুর পাহাড়ঘেরা ইউনিয়ন ঈদগড়ে বসতবাড়িতে হানা দিয়েছে বন্যহাতি। এতে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ বছর বয়সী আরও এক শিশু।

Advertisement

বুধবার (১৮ জুন) ভোররাতে পাহাড়ি এলাকা মইত্তাতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান সাদ মনি ঈদগড়ের মইত্তাতলি এলাকার আমির হামজার ছেলে। আর আহত হয়েছে তার অপর মেয়ে বিলকিস আকতার।

ঈদগড় ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন জানান, রাতে এলাকায় বন্য হাতিরপাল ঢুকে। চলারপথে একটি হাতি আমির হামজার বসতবাড়িতে হামলা চালায়। এসময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে আমির হামজার শিশুপুত্র আবদুর রহমান সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার হাতির আক্রমণে আহত হয়। স্থানীয়রা হাতি তাড়িয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

হাসপাতালে পৌঁছার পর আবদুর রহমানের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। চমেকে নেওয়ার পথে বুধবার সকালে মারা যায় সে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান।

তিনি জানান, আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বনবিভাগ সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করবে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম

Advertisement