তাণ্ডব সিনেমা পাইরেসির ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবিরের দায়ের করা মামলায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) এ আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত।
Advertisement
আসামিরা হলেন- টিপু সুলতান (৩৫), মো. সাজেদুল ইসলাম (২৫) ও সাগর আহমদ (১৯)। এদিন আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, আসামি টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন। যেখানে টিপু সুলতান এক নম্বর অভিযুক্ত ছিলেন।
এমআইএন/এমআইএইচএস/এএসএম
Advertisement