আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা কামাল খান কারাগারে

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা কামাল খান কারাগারে

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য কামাল খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

বুধবার (১৮ জুন) কামাল খানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা কামাল খানকে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ঢাকা কলেজে ছাত্রলীগের সঙ্গে জোট বেঁধে আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে হামলা চালায়। এ ঘটনায় সজিব উদ্দিন নামের একজন বাদী হয়ে নিউমার্কেট থানায় গত ৪ ফেব্রুয়ারি মামলা করেন।

Advertisement

এমআইএন/এমকেআর/এএসএম