পিরোজপুরে টানা তিনদিনের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সোমবার (১৬ জুন) রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা বুধবারও (১৮ জুন) অব্যাহত থাকে। এছাড়া সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তি চরমে উঠেছে শহরবাসীর।
Advertisement
পিরোজপুর পৌরসভার প্রাণকেন্দ্র ক্লাব রোড, পোস্ট অফিস রোড, বয়েজ স্কুল রোড, সিআইপাড়া রোডসহ বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পিরোজপুর ক্লাব রোডে কলা বিক্রেতা বেল্লাল শেখ বলেন, কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে। তেমন বেচাবিক্রি হচ্ছে না। গতকাল ৫০০ টাকার মতো কলা বিক্রি করেছি। ৫০০ টাকার কলা বিক্রি করলে সামান্য কিছু টাকা লাভ হয়। তা দিয়ে কীভাবে চলবো? এছাড়া বৃষ্টির কারণে কলা নষ্ট হয়ে যাচ্ছে।
পিরোজপুর শহরের লিচু বিক্রেতা রিয়াজ আহমেদ বলেন, বৃষ্টিতে লোকজন বাড়ি থেকে কম বের হচ্ছে, এ কারণে বেচাবিক্রি নেই বললেই চলে। বৃষ্টি যদি না কমে তাহলে লিচু নষ্ট হয়ে যাবে। সকাল থেকে এখন পর্যন্ত ৭-৮০০ টাকার মতো লিচু বিক্রি করেছি।
Advertisement
পিরোজপুর পৌর শহরে ২০ বছর ধরে রিকশা চালান মোস্তফা আকন। তিনি জাগো নিউজকে বলেন, এই শহরের রাস্তাঘাট একদম ভালো না। কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, অনেক রাস্তায় পানি জমেছে। যাত্রীরা যেতে চাইলে তাদের না বলে দেই। ওইসব রাস্তায় গেলে রিকশার ক্ষতি হয়। সড়কের প্রত্যেক জায়গায় ভাঙা ও গর্ত। কর্তৃপক্ষের দ্রুত এগুলো ঠিক করা দরকার।
পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক জাগো নিউজকে বলেন, পিরোজপুর পৌরসভাটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। এই পৌরসভায় ৩৩০ কিলোমিটার রাস্তা রয়েছে যার অধিকাংশের অবস্থা খুব বেশি ভালো না। পর্যাপ্ত বাজেট না থাকায় এগুলো সংস্কার করা যাচ্ছে না। তবে বরাদ্দ পেলে অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করে চলার উপযোগী করা হবে।
মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জিকেএস
Advertisement