উপকূলীয় অঞ্চল ও নৌপথে ২৪ ঘণ্টা সহায়তার জন্য জরুরি সেবা নম্বর-১৬১১১ চালু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১৮ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
Advertisement
তিনি বলেন, কোস্ট গার্ড এখন থেকে জরুরি সেবার জন্য চালু করেছে হটলাইন নম্বর ১৬১১১। এই নম্বরের মাধ্যমে এখন থেকে দেশের উপকূলীয় অঞ্চলের যে কোনো নাগরিক জরুরি মুহূর্তে সরাসরি কোস্ট গার্ডের সহায়তা নিতে পারবে।
দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, সমুদ্রবন্দরের নিরাপত্তা দেওয়া, প্রাকৃতিক দুর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা এবং তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষা, উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধসহ নানা অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এই নম্বর কার্যকর ভূমিকা রাখবে।
পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দুর্ঘটনা বা দুর্যোগকালীন মুহূর্তে উদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে এটি চালু করা হয়।
Advertisement
এই হটলাইন নম্বর ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিন সক্রিয় থাকবে। তথ্য প্রদানকারী বা সহায়তা প্রত্যাশী নাগরিকদের আবেদন তাৎক্ষণিক সমাধানের জন্য নিকটস্থ কোস্টগার্ড স্টেশন এবং আউটপোস্টে জানানো হবে। ফলশ্রুতিতে স্বল্প সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে এবং জনসাধারণের সাথে কোস্টগার্ডের সম্পর্ক আরও দৃঢ় হবে।
তিনি আরও বলেন, কোস্টগার্ড জনগণের সেবায় সদা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ উপকূল ও সুরক্ষিত সমুদ্র নিরাপত্তায় কোস্টগার্ডের টহল ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
টিটি/এমআইএইচএস/এএসএম
Advertisement