আইন-আদালত

সাবেক এডিসি ইশতিয়াকের নামে করা মামলার তদন্তের সময় বাড়লো

সাবেক এডিসি ইশতিয়াকের নামে করা মামলার তদন্তের সময় বাড়লো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ ও র‌্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে করা মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

Advertisement

তার বিরুদ্ধে অভিযোগ জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করতেন তিনি। পরে এসব তথ্য পুলিশ-র‌্যাব ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দিতেন।

বুধবার (১৮ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে আজ শুনানির পর সাংবাদিকদের এমন তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে জুলাই আগস্টের হত্যার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Advertisement

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র‌্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ইশতিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন সিটিটিসি ও সাইবার ফরেনসিক বিভাগে। ইশতিয়াক সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের ছেলে। গত ২৯ এপ্রিল রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এফএইচ/এমএএইচ/এএসএম

Advertisement