ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
Advertisement
তাসের প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় পুতিন আবারও রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আমিরাতের প্রেসিডেন্টকে এই ইস্যুতে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার আলোচনার বিষয়েও অবহিত করেন।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে জড়িত থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে রাশিয়ার কূটনৈতিক সক্রিয়তা বাড়ছে। পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে রাশিয়ার প্রভাব বজায় রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরাকেএএ/
Advertisement