জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত দুই দিন (মঙ্গল ও বুধবার) ভিড়তে পারেনি এলএনজি কার্গো জাহাজ। ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

Advertisement

বুধবার (১৮ জুন) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পেট্রোবাংলা জানায়, এমন পরিস্থিতিতে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

পেট্রোবাংলা জানায়, আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হবে। জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Advertisement

এনএস/এমআইএইচএস/জিকেএস